A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / জাতীয় / বিনম্র শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ

বিনম্র শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ

four-national-leaders-2

মো: আল অামিন সুজন, বিডি টুয়েন্টিফোর টাইমস :  জাতি আজ বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে। বঙ্গবন্ধুর অবর্তমানে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ এই চার জাতীয় নেতা।

আজ ০৩ নভেম্বর (বৃহস্পতিবার) জেল হত্যা দিবস। দীর্ঘ একচল্লিশ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”কে সপরিবার হত্যার ঊনআশি দিন (প্রায় আড়াই মাস) পর সেই বছরেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়—– মুক্তিযুদ্ধে নেতৃত্বাধীন জাতীয় চার নেতাকে।

‘আপনাদের মহান আত্মত্যাগের বিনিময়ে পাওয়া ভালোবাসার এই বাংলাদেশের জন্য এবং বাঙালী জাতির আদর্শের অতুলনীয় ব্যক্তিত্বের জন্য—— শ্রদ্ধাভরে স্মরণ করছি একান্তচিত্তে।’

‘ওঁনারা এদেশের মানুষের মনে—– শিশুদের শৈশবে শেখা মায়ের মুখ হতে শ্রিত, প্রথম কবিতার মতো বেঁচে আছেন; থাকবেন আজীবন।’

শহীদ সৈয়দ নজরুল ইসলাম : (নভেম্বর ০৩, ১৯২৫ – নভেম্বর ০৩, ১৯৭৫)

শহীদ তাজউদ্দীন আহমদ: (জুলাই ২৩, ১৯২৫ – নভেম্বর ০৩, ১৯৭৫)

শহীদ ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী: (জানুয়ারী ১৬, ১৯১৯ – নভেম্বর ০৩, ১৯৭৫) এবং

শহীদ আবলু হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান : (জুন ২৬, ১৯২৬ – নভেম্বর ০৩, ১৯৭৫)।

এ সম্পর্কিত আরও

Check Also

ছাত্রলীগকে নতুন করে সাজাবেন সেতুমন্ত্রী

  ক্ষমতাসীন আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন ছাত্রলীগকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের …

Leave a Reply