Mountain View

কুমিল্লা-রাজশাহীর ম্যাচ বাতিল

প্রকাশিতঃ নভেম্বর ৪, ২০১৬ at ৫:৫৭ অপরাহ্ণ

20161104175231

 

 

 

 

 

বৃষ্টির কারণে শেষ পর্যন্ত বাতিল ঘোষণাই করতে হলো বিপিএলের উদ্বোধনী ম্যাচটি। এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংস। দুপুর আড়াইটায় ম্যাচ শুরু হওয়ার কথা। সময়মত টসও হয়েছিল এবং টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী।
কিন্তু সাগরে নিম্নচাপ এবং সে প্রভাবে বৃষ্টির কারণে বিকাল ৪.৫০ পর্যন্ত অপেক্ষা করার পর উদ্বোধনী ম্যাচটা বাতিল ঘোষণা করেন ম্যাচ রেফারি নিয়ার রশিদ। ম্যাচের দুই আম্পায়ার ছিলেন রানমোর মার্টিনেজ এবং মাসুদুর রহমান।
এদিকে আবহাওয়ার অবস্থা পরিবর্তন না হলে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে কিনা সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা।
দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা এবং শহীদ আফ্রিদির রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দেয়ায় সারাদেশেই চলছে বৃষ্টির প্রকোপ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে বিকাল, সন্ধ্যা এবং রাত তিনবেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।