Mountain View

গুলশানে ট্রাভেল এজেন্সী হতে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিতঃ নভেম্বর ৫, ২০১৬ at ৮:৫৩ অপরাহ্ণ

রাজধানীর গুলশান থানার গ্রীণ ক্যাসল নামের একটি ট্রাভেল এজেন্সী থেকে মো. মকবুল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। full_858117971_1478355619

মৃত মকবুল হোসেনের বাড়ি শরীয়তপুরে। পুলিশ মৃতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

গুলশান থানার উপপরিদর্শক রমজান আলী বলেন, আজ শনিবার সকাল ১০টার সময়ে গুলশানের ১৩৬ নম্বর সড়কের ৫/এ নম্বর বাড়ির গ্রীণ ক্যাসল নামের একটি ট্রাভেল এজেন্সী থেকে মকবুলের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, সে তার আত্মীয়স্বজন ও গ্রামের অনেক মানুষের কাছ থেকে টাকা এনে এই কোম্পানীতে দেয়। কিন্তু এই পর্যন্ত একটি মানুষও বিদেশে যেতে পারেনি। ফলে প্রায়ই অনেক মানুষ এসে এই অফিসের সামনে জড়ো হতো। এ কারণে মকবুল তার বাড়িতেও যেতে পারত না। ফলে প্রায় সময়ে সে ওই অফিসের একটি কক্ষে ঘুমাত।

তবে তার মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় গ্রীণ ক্যাসল ট্রাভেল এজেন্সীর তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।