Mountain View

ভারতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট নিয়ে যা বললেন কুক

প্রকাশিতঃ নভেম্বর ৬, ২০১৬ at ৬:২৮ অপরাহ্ণ

cookk

মাত্র কয়েক দিন আগেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ড্র করেছে ইংল্যান্ড। দুই ম্যাচের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। পাঁচ দিনের টেস্টের তৃতীয় দিনেই সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের স্পিনে বিধ্বস্ত হয় ইংল্যান্ড। সেই হারের ক্ষত নিয়েই ভারত সফরে বের হয় ইংলিশরা।

আগামী বুধবার ভারতের রাজকোটে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে এক সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে কথা বলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। টেস্ট সিরিজ নিয়ে কথার পাশাপাশি উঠে আসে বাংলাদেশের কথা। কুক বলেন, ‘বাংলাদেশের ওই কন্ডিশনে আমরা খুব চাপে ছিলাম। ভারতের কন্ডিশনও অবশ্য একই রকম।’

তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে হারের ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা করে যাচ্ছে তার দল। রাজকোটে ৯ নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই সে ধাক্কা সামলানো যাবে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলটিতে বেশ কিছু পরিবর্তন নিয়েই মাঠে নামতে হবে কুকের। এটিও বড় চ্যালেঞ্জ, ‘আমাদের দল নির্বাচন নিয়ে বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে। ওই ধরণের দুটি ম্যাচ হয়ে যাওয়ার পর কিছু পরিবর্তন তো আপনাকে আনতেই হবে।’

সূত্র : ক্রিকইনফো ও পিটিআই

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।