A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / খেলাধুলা / কপাল খুলতে পারে রুবেল-আলামিনের

কপাল খুলতে পারে রুবেল-আলামিনের

picsart_11-06-12-16-09

বলা নেই কওয়া নেই, হঠাৎ করেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ফলে নানা বিতর্কের জন্ম দিচ্ছে।রুবেল, আলামিন,নাসিরের মতো খেলোয়ারকে ক্যাম্পে না রাখায়।

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ দল দুই সপ্তাহের জন্য অনুশীলন ক্যাম্প করবে অস্ট্রেলিয়ার সিডনিতে।

বিপিএল শেষ করেই বাংলাদেশ দল চলে যাবে অস্ট্রেলিয়ায়। নিউজিল্যান্ড সফরে তিন ফরম্যাটে দরকার পড়বে ২০-২২ জন ক্রিকেটার।

সে লক্ষ্যে সিডনিতে ক্যাম্পের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৯ ক্রিকেটারকে।

কাঁধের অস্ত্রোপচারের পর পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে থাকা মোস্তাফিজুর রহমানকে ফেরানো হয়েছে ২২ সদস্যের দলে। ইনজুরির কারণে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলা হয়নি কাটার মাস্টারের।

রুবেল হোসেন, আল-আমিন হোসেন, নাসির হোসেন-এই তিন ক্রিকেটারের জায়গা হয়নি দলে। তাদেরকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

কিন্তু এবাদতের ইঞ্জুরিতে কপাল খুলতে পারে রুবেল অথবা আলামিনের যে কোন একজনের।

কারণ বিসিবি যে ২২ জনের নাম ঘোষণা করেছে এবাদত সেই ২২ জনের অন্তর্ভুক্ত। ফলে স্বাভাবিক ভাবেই এক জনকে দলে নিতে হবে,এই মুহূর্তে একজন পেসারের প্রয়োজন পরায় রুবেল আলামিনের বিকল্প নেই বলা চলে।

ফলে ২২ সদ্যস্যের এই দলে রুবেল বা আলামিন একজনকে দেখা যেতেই পারে অস্ট্রেলিয়ার ক্যাম্পে।

এ সম্পর্কিত আরও

Check Also

বিপিএলে দেশি ক্রিকেটারদের প্রাধান্য দিতে ‘৪ বিদেশির’ নিয়মে বিসিবি

স্পোর্টস ডেস্ক, বিডি টোয়েন্টিফোর টাইমসঃ বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি গতবার বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে আবেদন করেছিল, …

Leave a Reply