A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / খেলাধুলা / বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে, ওয়ালটনও বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হবে

বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে, ওয়ালটনও বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হবে

walton-sm20161107114150

অভিষেক টেস্ট সিরিজে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে ম্যান অব দ্য সিরিজ হওয়ায় ক্রিকেটের ‘বিস্ময় বালক’ হিসেবে পরিচিতি পাওয়া মেহেদী হাসান মিরাজকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ।

ওয়ালটনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে মিরাজের হাতে তুলে দেওয়া হয় এক লাখ টাকার চেক ‘টোকেন অব লাভ’। সঙ্গে ওয়ালটন ব্র্যান্ডের ‘প্রিমো এক্স-ফোর’ মডেলের স্মার্টফোন।

ওয়ালটন গ্রুপের ইয়ুথ অ্যাম্বাসেডর মিরাজ।

আজ (সোমবার) ৭নভেম্বর রাজধানীর মতিঝিলে ওয়ালটনের মিডিয়া অফিসের কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি অ্যান্ড এইচআরএম) এসএম জাহিদ হাসান, নির্বাহী পরিচালক (পিআরঅ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম ও জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক রবিউল ইসলাম মিল্টন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে মিরাজ বলেন, ওয়ালটনের কাছে কৃতজ্ঞ। ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদেরও যথাযথ মূল্যায়ন করে ওয়ালটন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওয়ালটনের সম্মান বাড়াতে ভবিষ্যতে আরো ভালো পারফর্ম করার চেষ্টা করবো।

মিরাজের প্রত্যাশা- বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে, ওয়ালটনও বিশ্বের এক নম্বর ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড হবে।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, মিরাজকে ওয়ালটন আগেই চিনেছিল। যখন তার কোনো তারকাখ্যাতি ছিলো না, তখন ওয়ালটন তাকে অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়। ওয়ালটন তারকার চেয়ে জিনিয়াসদের বেশি মূল্যায়ন করে। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আগামী দিনগুলোতেও ওয়ালটন কাজ করবে।

এ সম্পর্কিত আরও

Check Also

টাইগারদের পরবর্তী ১৫ ম্যাচের সময়সূচি চূড়ান্ত

নিদাহাস ট্রফির পর লম্বা একটা সময় পর্যন্ত কোন ম্যাচ না থাকায় বিরতীতে আছে টিম টাইগার। …

Leave a Reply