Mountain View

আবারো বড়মাপের ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড

প্রকাশিতঃ নভেম্বর ১৪, ২০১৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

dd20161114065355

কয়েক ঘণ্টার ব্যবধানে নিউজিল্যান্ডে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এবারের ভূকম্পনের মাত্রা ছিলো ৬ দশমিক ৮। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয় নি।

স্থানীয় সময়  (সোমবার) ১৪ নভেম্বর দুপুর ১টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৪ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল কাইকৌরায় থেকে ৩৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) রাত ১১ টা ২ মিনিটে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কাছে ৭.৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে সেই সঙ্গে ভেঙে গেছে বেশ কিছু বসতবাড়ির দেয়াল।

এছাড়া ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে দেশটির উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হেনেছিল। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

এদিকে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আরো বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে দেশটিতে যা আগেরগুলোর তুলনায় বিপদজনক হতে পারে।

এ সম্পর্কিত আরও

Mountain View