Mountain View

নাফীস-মিলানের ফিফটিতে জিতলো বরিশাল

প্রকাশিতঃ নভেম্বর ১৪, ২০১৬ at ৬:৫৭ অপরাহ্ণ

hqdefault
শাহরিয়ার নাফীস ও ডাইড মিলানের অর্ধশতকে চিটাগাং ভাইকিংসকে ৭ উইকেটে হারালো বরিশাল বুলস। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ঝড়ো ৭৫ রানের ইনিংসের উপর ভর করে ১৬৩ রান করে চিটাগাং।
জবাবে সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। নাফীস করেন ৬৫।৭৮ রানে। চিটাগাংয়ের হয়ে ২টি উইকেট নেন ইমরান খান।
লিগের চলতি আসরে তৃতীয় অর্ধশতক তুলে নিলেন বরিশাল বুলসের ওপেনার শাহরিয়ার নাফীস। দারুণ ছন্দে থাকা নাফীস চিটাগাংয়ের বিপক্ষে ফিফটি করেস ৪৫ বলে। তার ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও একটি ছক্কা।
আর ৭৮ রানে অপরাজিত থাকেন মালান। ৪৮ বলের ইনিংসে ছিলো ৩টি চার ও ৭টি ছয়।
এর আগে  টস জিতে প্রতিপক্ষকে  ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন অধিনায়ক তামিম। তার ৬০ বলের ইনিংসে ছিলো ১০টি চার ও ২টি ছক্কা।
অপরদিকে জহুরুল ইসলাম তাকে শুধু সঙ্গ দিয়ে যান। ৩৬ রান করতে তিনি খেলেন ৬৯ বল।  বাউন্ডারি ছিলো মাত্র চারটি। চিটাগাংয়ের ১১৬ রান পর্যন্ত কোনো উইকেট ফেলতে পারেনি বরিশাল। সেঞ্চুরির আশা জাগলেও কামরুল ইসলামের বলে আউট হয়ে ফিরে যেতে হয় তাকে।
এছাড়া ৩৬ রান করেন আরেক ওপেনার জহুরুল ইসলাম। এনামুল হক অপরাজিত থাকেন ২৭ রানে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।