Mountain View

‘নিউজিল্যান্ডের বিপক্ষে সিমিং উইকেটে ভূমিকা রাখবে মুস্তাফিজ’

প্রকাশিতঃ নভেম্বর ১৪, ২০১৬ at ৮:১১ পূর্বাহ্ণ

20161114080708

স্পোর্টস ডেস্ক: এখনও ম্যাচ খেলার জন্য পুরাপুরি সুস্থ হয়ে উঠেনি বাংলাদেশ ক্রিকেট দলের কাটার মাস্টার খ্যাত বোলার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সফরের আগেই মুস্তাফিজকে পুরাপুরি সুস্থ করতে দলের বোলিং কোচ এবং ফিজিও সবাই এখন ব্যস্ত সময় পাড় করছে।তবে প্রতিদিনই একটু একটু করে উন্নতি করছেন সাতক্ষীরার উদীয়মান এই তরুণ।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিমিং উইকেটে মুস্তাফিজ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
প্রধান নির্বাচক জানিয়েছেন, নিউজিল্যান্ডসিরিজের আগে কাটার মাস্টারকে সুস্থ করে তোলা যে কতটা জরুরি, তা এ ছবি দেখেই বোঝা যায়। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ,ফিজিও বায়েজিদ সবাই কাজ করছেন মুস্তাফিজকে নিয়ে।

যতদিন দিন যাচ্ছে, একটু একটু করে উন্নতি করছেন মুস্তাফিজুর রহমান। তবে এখনই ম্যাচ খেলার মতো তৈরী নন মুস্তাফিজ।

নিউজিল্যান্ডের সিমিং উইকেটে মুস্তাফিজ যে কতটা কার্যকরী হতে পারেন তা ভালই জানা প্রধান নির্বাচকের। তবে শুধু মুস্তাফিজ নন, অন্য সিমাররাও কন্ডিশনকে কাজে লাগিয়ে দলের জন্য বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস তার।

এ সম্পর্কিত আরও

Mountain View