Mountain View

১৪ বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় শাহরুখ-সালমান

প্রকাশিতঃ নভেম্বর ১৬, ২০১৬ at ৫:৫৩ অপরাহ্ণ

20161116174752

বিনোদন ডেস্ক: ‘কর্ণ-অর্জুন’-এর পর ‘হাম তুমহারে হ্যায় সনম’-এ শেষ বারের মতো দু’ জনকে এক সঙ্গে দেখা গিয়েছিল। তাও ১৪ বছর আগে। তারপর নানা কারণে আর একসঙ্গে দেখা যায়নি শাহরুখ আর সালমান খানকে।

তবে বলিউড এখন একটা খবরে উত্তাল হয়ে উঠেছে। শোনা যাচ্ছে ফের নাকি একসঙ্গে দেখা যেতে পারে এই দুই খানকে। সালমানের ‘টিউবলাইট’-এ নাকি শাহরুখ কে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয়ের ব্যাপারে বলিউড বাদশাকে প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা যায়।

কিন্তু এ সব খবরকে নিছক ‘গুজব’ বলে খারিজ করে দিয়েছেন পরিচালক কবীর খান। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে কবীর বলেছেন, “এটা একেবারেই গুজব। এরকম কিছু হলে তিনি অবশ্যই জানাবেন।”

‘টিউবলাইট’ ছবিতে এই নিয়ে তৃতীয় বার একসঙ্গে কাজ করছেন কবীর আর সালমান খান। এর আগে কবীর পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’-এ প্রধান ভূমিকায় দেখা গিয়েছে সালমানকে। আগামী বছরের ইদে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা।
—আনন্দবাজার

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।