Mountain View

বাউন্সারের আঘাতে হাসপাতালে অ্যাডাম ভোজেস

প্রকাশিতঃ নভেম্বর ১৭, ২০১৬ at ২:৫১ অপরাহ্ণ

20161117144636

স্পোর্টস ডেস্ক: ২০১৪ সালের নভেম্বরে ঘটে যাওয়া ফিলিপ হিউজের মৃত্যুর সে রেশ কাটতে না কাটতে এবারও সেই শেফিল্ড শিল্ডের ম্যাচেই বাউন্সারে ভূপাতিত হলেন অ্যাডাম ভোজেস।

বৃহস্পতিবার পার্থের ওয়াকায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে। লাঞ্চের ঠিক আগেই এই ঘটনা ঘটে। ফিজিওরা এসে ভোজেসকে এক নজর দেখে পাঠিয়ে দেয় হাসপাতালে।যদিও, সেখান থেকে সুসংবাদই এসেছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতি জানিয়েছে, ‘ও ঠিক আছে। তবে, স্বাভাবিক ভাবেই একটু টালমাতাল। ডাক্তাররা ওকে দেখছে। তবে, এই ম্যাচে আর ওর ফেরা হচ্ছে না। – দ্য গার্ডিয়ান

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।