Mountain View

অবসর ছাড়া বার্সা ছাড়ছেন না মেসি : বার্সা সভাপতি

প্রকাশিতঃ নভেম্বর ১৮, ২০১৬ at ৪:৩১ অপরাহ্ণ

20161118162849

কাতালান ক্লাবটির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২০১৮ সালের জুন পর্যন্ত। তবে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে আরও অনেক বছর ক্লাবে রাখতে নতুন চুক্তির বিষয়ে শিগগিরই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে বলে এ মাসের শুরুতে জানিয়েছিলেন বার্তোমেউ।

তবে সম্প্রতি স্পেনের গণমাধ্যমে খবর বের হয়, বার্সেলোনার সঙ্গে চুক্তি বাড়াতে রাজি নন মেসি। অবশ্য বর্তমানের অন্যতম সেরা তারকার ঘনিষ্ঠ সুত্র সেসব খবর গুজব বলে জানায়।

সম্প্রতি বার্তোমেউ আরও জানিয়েছিলেন, মেসিকে সারা জীবনের জন্য চায় বার্সেলোনা। বুধবার জার্সির এক নতুন চুক্তির ঘোষণা দেওয়ার সময় তিনি জানান, তার বিশ্বাস কাম্প নউয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেবেন ২৯ বছর বয়সী এই তারকা।

“আমাদের মনে হয়, (বার্সেলোনাতে) মেসি তার ক্যারিয়ার শেষ করবে।.. সে আমাদের নেতা এবং তার চুক্তি বাড়ানোর ভাবনায় আমরা নিরুদ্বেগ। সে ওই খেলোয়াড় যে এই বছরগুলোতে আমাদের সাফল্য এনে দিয়েছে।”

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।