Mountain View

বাহুবলী’কে জলে ডোবাবেন রজনীকান্ত

প্রকাশিতঃ নভেম্বর ১৮, ২০১৬ at ১২:৩৮ পূর্বাহ্ণ

২০১৭ সালটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণী ছবির ক্ষেত্রে। শুধু ‘বাহুবলী’র দ্বিতীয় পর্বই নয়, ওই একই সালে মুক্তি পাবে ভারতের দক্ষিণের দাপুটে অভিনেতা রজনীকান্তের ‘রোবট’ ছবির দ্বিতীয় পর্বও। যার নাম রাখা হয়েছে ‘২.০’। full_2142937829_1479405667

এযাবতকালে দেখা গিয়েছে রজনীকান্তের ছবি হার মানায় বলিউডের নামীদামী সব অভিনেতাকে। আর তার ছবি মুক্তি মানে ভারতের সিনেমাপ্রেমীদের মধ্যে উদ্দামতা। সেখানে রজনীকান্তের মাঝে কাউকেই পছন্দ করেন না তারা।

তাছাড়া রজনীকান্তের এ ছবিতে আছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমারও। সে হিসেবে বলা যায় ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বাহুবলী’র ভাগ্যে খারপ কিছুই আশা করছে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।