Mountain View

রাশিয়ান সিনেমায় শাহরুখ-রণবীর

প্রকাশিতঃ নভেম্বর ১৮, ২০১৬ at ৪:২৭ অপরাহ্ণ

maly‘বিনোদন ডেস্ক: অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ মিনিট দুয়েকের জন্য মুখোমুখি হয়েছিলেন শাহরুখ খান ও রণবীর কাপুর। এবার তাদের দেখা যেতে পারে রাশিয়ান সিনেমায়।

রাশিয়ান প্রযোজক অ্যালেক্সি পেত্রুহিন নতুন সিনেমা ‘ভিআইওয়াই : জার্নি টু ইন্ডিয়া’তে শাহরুখ ও রণবীরকে একসঙ্গে চান।

এ প্রযোজক বলেন, ‘শাহরুখকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য। সহ-প্রযোজক হিসেবেও তাকে চাই আমরা। উনার সম্মতির অপেক্ষায় রয়েছি আপাতত। রণবীর কাপুরকেও প্রস্তাব দিয়েছি। দুই অভিনেতাকে একসঙ্গে আনতে চাই এই ছবিতে।’

সিনেমাটি হবে জনপ্রিয় ‘ভিআইওয়াই’ সিরিজের তৃতীয় ছবি। দ্বিতীয় কিস্তি ‘ভিওয়াইআই: জার্নি টু চায়না’তে অভিনয় করছেন জ্যাকি চ্যান, আর্নল্ড শোয়ার্জনেগার।

অ্যালেক্সি জানান, তৃতীয় কিস্তি হবে মিস্টিক অ্যাডভেঞ্চার থ্রিলার। ভারত ও চীনে শুটিং করতে চান।

শাহরুখকে প্রস্তাব দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রথমসারির একজন বলিউড অভিনেতাকে খুঁজছিলাম, যার নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। দ্বিতীয় ছবিটার জন্য যেমন জ্যাকি চ্যানকে সই করিয়েছি। উনারও নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে।’

অ্যালেক্সি জানান, ‘ভিআইওয়াই : জার্নি টু ইন্ডিয়া’র বাজেট ৪ কোটি ডলার।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।