Mountain View

অস্ট্রেলিয়া টেস্ট দলে ব্যাপক পরিবর্তন

প্রকাশিতঃ নভেম্বর ২০, ২০১৬ at ৬:৪১ অপরাহ্ণ

38875_129অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দল থেকে বাদ পড়েছেন ৫ ক্রিকেটার।

হোবার্ট টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৮০ রানের হারের পর রোববার ক্রিকেট অস্ট্রেলিয়া এ সিদ্ধান্তের কথা জানায়।

অ্যাডিলেড টেস্টের দলে জায়গা ধরে রাখলেন উসমান খাজা ও নাথান লায়ন। বাদ পরেছেন—জো বার্নস, অ্যাডাম ভোজেস, কালাম ফার্গুসন, পিটার নেভিল ও জো মিনি।

এদের বদলে দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার—ম্যাথু রেন শ, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন ও চাড সাইর। নতুন করে দলে ফিরেছেন উইকেটকিপার ম্যাথু ওয়েড ও ফাস্ট বোলার জ্যাকসন বার্ড।

অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, উসমান খাজা, জশ হ্যাজেলউড, জ্যাকসন বার্ড, ম্যাথু ওয়েড, ম্যাথু রেন শ, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন, চাড সাইর।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।