Mountain View

প্রধানমন্ত্রীর সিলেটের জনসভা স্থগিত

প্রকাশিতঃ নভেম্বর ২০, ২০১৬ at ১০:০৩ অপরাহ্ণ

shek-hasian
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত সিলেটের জনসভা স্থগিত করা হয়েছে।আগামী ২৩ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভা হওয়ার কথা ছিল। জনসভার আয়োজন করেছিল সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
আওয়ামী লীগের উপ দপ্তর-সম্পাদক বিপ্লব বড়ুয়া টেলিফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামী ২৮ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের তফসিল আজ (রবিবার) ঘোষণা করা হয়েছে। তাই এই সময়ে কোন রাজনৈতিক দলের সভা করার অনুমতি নেই। নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনা সিলেট সফরে তার রাজনৈতিক জনসভাটি স্থগিত করেছেন। তবে জনসভা না হলেও সিলেটে ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর বাকি কর্মসূচিগুলো ঠিক থাকবে।
সিলেট সেনানিবাসে একটি অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী হযরত শাহ জালাল (রা.) এর মাজার জিয়ারত করবেন। -বাসস।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।