Mountain View

মেসিকে কিনতে ২০০ মিলিয়ন পাউন্ড দিতে রাজি ম্যান সিটি

প্রকাশিতঃ নভেম্বর ২০, ২০১৬ at ৯:২৬ অপরাহ্ণ

man-city
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলে ভেড়াতে ২০০ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দেয়ার কথা ভাবছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। বার্সেলোনার সঙ্গে মেসির চলতি চুক্তি শেষ হবে ২০১৮ সালে। এই সুযোগই ম্যানসিটি নিতে চায় বলে গুঞ্জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী মেসিকে দলে নিতে প্রতি সপ্তাহে তাকে ৫ লাখ পাউন্ড দিতে তৈরি ম্যান সিটি। আর ট্রান্সফার ফি ছাড়িয়ে যাবে ১০০ মিলিয়ন।
পল পগবাকে ৮৯ মিলিয়ন পাউন্ডে কিনে ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমে রেকর্ড গড়েছে। তবে তার বিশ্ব রেকর্ডটা এখন মেসির হাতেই ভাঙতে পারে।
৫ বারের ফিফা বিশ্বসেরা ফুটবলার মেসির সাথে বার্সার চুক্তি ২০১৮ সালে শেষ হবে। ক্লাবটির প্রেসিডেন্ট বার্তামেউয়ের আশা, তাদের সাথেই ক্যারিয়ারের শেষ পর্যন্ত থাকবেন আর্জেন্টাইন জাদুকর। কিন্তু মেসি তো চুক্তি বাড়াননি।  তাই হাল ছাড়ছে না ম্যান সিটি। ডেইলি মিরর

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।