Mountain View

জেএসসি পরীক্ষা শেষ করলো সেই দীঘি

প্রকাশিতঃ নভেম্বর ২১, ২০১৬ at ৬:২৫ অপরাহ্ণ

77aa802ad13d225afec8e9dc4a9963f8x600x400x20

 

 

 

 

বিনোদন ডেস্ক: দেখতে দেখতেই বড় হয়েছেন দীঘি। এ বছর জেএসসি (অষ্টম শ্রেনী) পরীক্ষা দিয়েছে সে। ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয়। শুরুতে গ্রামীণফোনের ময়না পাখি শিরোনামের একটি বিজ্ঞাপনে ক্ষুদে শিল্পীর ভূমিকায় মডেল হয়ে দেশে তুমুল হইচই ফেলে দেন।

লাইমলাইটে চলে আসা দীঘিকে নিয়ে এফ আই মানিক‘চাচ্চু’ নামের ছবি নির্মাণ

করেন। যা ঢাকাই চলচ্চিত্রে নতুন করে পরিচয় করিয়ে দেয় দীঘিকে। ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবিটি হয়ে ওঠে সে বছরের সেরা ব্যবসাসফল ছবি।

কিন্তু দীঘি আপাতত অভিনয় থেকে দূরেই থাকতে চান। নির্মিত হতে যাচ্ছে ‘চাচ্চু ২’ ছবিতে দীঘি থাকছেন না। তাঁর জায়গায় নতুন কাউকে খোঁজা হচ্ছে, জানান ছবির প্রযোজক ডিপজল।

তিনি বলেন, দীঘি এখন বড় হয়েছে। তা ছাড়া অভিনয় থেকে আপাতত দূরে থাকতে চায় সে। তাই আমরা দীঘির পরিবর্তে অন্য কাউকে খুঁজছি। ডিসেম্বরে শুটিং। আশা করছি, এর আগেই দীঘির মতো কাউকে পেয়ে যাব।

২০১০ সালে পি এ কাজল দীঘিকে নিয়ে নির্মাণ করেন ‘চাচ্চু আমার চাচ্চু’। সে ছবিও সফল হয়। এরপর দীঘি পর্দায় আসছেন না। ব্যস্ত রয়েছেন পড়াশোনা নিয়ে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।