Mountain View

আট মাসের অন্তঃসত্ত্বা নিয়ে কারিনার ফটোশুট

প্রকাশিতঃ নভেম্বর ২২, ২০১৬ at ৬:০১ অপরাহ্ণ

images

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এখন আট মাসের অন্তঃসত্ত্বা। নারীরা সাধারণত গর্ভাবস্থায় জনসমক্ষে আসতে চায় না। কিন্তু তিনি গর্ব নিয়েই ফটোশুট করেছেন ম্যাগাজিনের জন্য।

এর আগে ভারতের আর কোনো অভিনেত্রী আট মাসের সন্তানসম্ভবা অবস্থা নিয়ে ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হননি। একরঙা এসব ছবিতে কারিনাকে লাগছেও বেশ ঝলমলে। ভারতের হিন্দুস্তান টাইমসের সাপ্তাহিক ম্যাগাজিন ব্রাঞ্চের জন্য কালো টি-শার্ট ও কালো ট্র্যাক প্যান্ট এবং ম্যাক্সি পরে আলোকচিত্রীর সামনে হাসিমুখে এসেছেন বেবো।

কখনও গর্ভাবস্থা লুকিয়ে রাখবেন না বলে জানিয়ে আসছেন কারিনা। তাই এ অবস্থায় এরই মধ্যে বেশ কয়েকটি ফটোশুট করেছেন তিনি। আগামী মাসে স্বামী সাইফ আলি খানের সন্তানের মা হওয়ার জন্য দিন গুনছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

* নতুন ফটোশুটে ভক্তদের আবার মুগ্ধ করলেন কারিনা কাপুর খান।

* গর্ভাবস্থার প্রতি যত্নবান হতে কারিনার অভিব্যক্তি ও মনোভাব ভালো লেগেছে সবার।

* ভাবনায় ডুবে আছেন কারিনা।

* কারিনার আগামী ছবি ‘ভিরে ডি ওয়েডিং’। এতে তার সহশিল্পী সোনম কাপুর।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।