Mountain View

কয়েক সেকেন্ডেই ফুল চার্জ দেওয়া যাবে স্মার্টফোনে!

প্রকাশিতঃ নভেম্বর ২২, ২০১৬ at ৭:৪৮ অপরাহ্ণ

a82113415a1ea815f248b6fd00b60106x281x180x6এবার কয়েক সেকেন্ডের মধ্যেই চার্জ দেওয়া যাবে স্মার্টফোনে। এমন এক ‘ফ্লেক্সিবল সুপার ক্যাপাসিটর’ প্রযুক্তি আবিষ্কার করেছেন আমেরিকার সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই দলে রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূতও।

নতুন প্রযুক্তিতে খুব অল্প সময়ের মধ্যেই চার্জ দেওয়া যাবে স্মার্টফোনে। এর মাধ্যমে শুধু মোবাইল ফোনেই নয়, চার্জ দেওয়া যাবে অন্যান্য বৈদ্যুতিক সামগ্রীতেও।

আমেরিকার সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় বংশোদ্ভূত গবেষক নিতিন চৌধুরী জানিয়েছেন, মোবাইল ফোনে ব্যাটারির বদলে এই ‘সুপার ক্যাপাসিটর’ রাখলেই কয়েক সেকেন্ডের মধ্য ফুল চার্জ হয়ে যাবে স্মার্টফোন। এরপর এক সপ্তাহ চার্জ না দিলেও আপনাকে এ ব্যাপারে উদ্বেগে থাকতে হবে না।

অন্যান্য গবেষকরা জানিয়েছেন, গ্রাফিন, ২ ডি মেটেরিয়াল, ন্যানোমিটার-পুরু কয়েক লক্ষ তার দিয়ে তৈরি এই সুপার ক্যাপাসিটর। খুব দ্রুত এর মধ্যে দিয়ে ইলেকট্রন ট্রান্সফার হতে পারে। যার ফলে শীঘ্রই চার্জড হয়ে যায়।
সূত্র: এবিপি

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।