Mountain View

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রকাশিতঃ নভেম্বর ২২, ২০১৬ at ৮:০২ পূর্বাহ্ণ

6c53541dac565f10791d008a3a57d543x650x433x49-jpeg3480x

 

 

 

 

জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ৭ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এতে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

জাপান মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সকাল ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এর পরই সুনামি সতর্কতা জারি করা হয় ফুকুশিমা এলাকায়।

বার্তা সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, এর উৎপত্তিস্থল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এই এলাকায় তিন মিটার বা ১০ ফুটের কাছাকাছি জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

ফুকুশিমায় পারমাণবিক চুল্লি রয়েছে। ২০১১ সালে শক্তিশালী ভূমিকম্পে চুল্লি ক্ষতিগ্রস্ত হয়।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।