Mountain View

ভারতে রেল দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশি নেই

প্রকাশিতঃ নভেম্বর ২২, ২০১৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

c7589553ab7152ec0e33e9b909ad4201x650x433x57-jpeg3480x

 

 

 

 

 

ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের কেউ নেই বলে জানা গেছে।

৩৪ ঘণ্টা একটানা উদ্ধার অভিযানের পর সোমবার দুপুর থেকে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপনস ফোর্স (এনডিআরএফ) উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, কানপুরের কাছে সংঘটিত এই ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। দুর্ঘটনায় আরো শতাধিক যাত্রী আহত হয়েছেন।

দিল্লির বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন জানিয়েছেন, নিহতদের মধ্যে যে ১১০ জনের পরিচয় পাওয়া গেছে তাদের মধ্যে বাংলাদেশের কেউ নেই।

বাংলাদেশ হাই কমিশন দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান।

গত ২০ নভেম্বর ভোরে ইন্দোর-পাটনা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি কানপুরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

এ সম্পর্কিত আরও