Mountain View

হিলি সীমান্তে ২শ’ পিস শাল চাদর জব্দ

প্রকাশিতঃ নভেম্বর ২৩, ২০১৬ at ৪:০৪ অপরাহ্ণ

jabdo_6হিলি(দিনাজপুর)প্রতিনিধি। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালান কৃত ২শ’ পিস শাল চাদর জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায় বুধবার (২৩ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হিলির মংলা বিওপির বিজিবির একটি দল হিলি সীমান্তের পার্শ্ববর্তী কয়ার কুচগাড়ি এলাকায় অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালপত্র ফেলে পালিয়ে যায়।

পরে সেখান থেকে ২শ’ পিস ভারতীয় শাল চাদর উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
শাল চাদর গুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলেও বিজিবি জানায়।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।