Mountain View

ঢাবি’র ইভনিং এমবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিতঃ নভেম্বর ২৫, ২০১৬ at ৯:১৭ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভনিং) প্রোগ্রামের ৩৫তম ব্যাচ-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।full_90883873_1480086465

আজ শুক্রবার বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত ভর্তি পরীক্ষায় ৫২০টি আসনের জন্য ৩হাজার ২০জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষদের ডিন কার্যালয়ে উপস্থিত থেকে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।