Mountain View

নতুন জুতায় পায়ে ফোস্কা পড়লে যা করবেন

প্রকাশিতঃ নভেম্বর ২৫, ২০১৬ at ৪:৩৪ অপরাহ্ণ

শুধু উৎসব বা অনুষ্ঠানেই নয়, নতুন জুতা আমরা সারাবছর কিনে থাকি। আর নতুন জুতা পরলে অনেকের পায়ে ফোস্কা পঢ়ে যায়। বিশেষ করে যাদের ত্বক পাতলা। আর ফোস্কা পড়লে সহজে এর থেকে মুক্তি পাওয়া যায় না। বেশিরভাগ সময়ে ওই স্থানে দাগ পড়ে পায়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু একটু সচেতন হলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন-

– ঠান্ডা পানিতে লবণ দিয়ে ফোস্কা পড়া জায়গা ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এতে জ্বালাপোড়া কমবে এবং ফোস্কার ফুলে উঠা অনেকাংশে কমে যাবে সহজেই।
full_361766658_1477810750
– অ্যালোভেরা জেল ক্ষত স্থানে লাগান। এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

– ফোস্কা পড়া স্থানে দ্রুত ডিমের সাদা অংশ লাগিয়ে নিলে ফোস্কার সমস্যা থেকে অনেক ভালো রেহাই পাওয়া যায়। অনেক সময় দ্রুত ডিমের ব্যবহারে চামড়ায় ফোস্কাই পড়ে না।

– নতুন জুতো পরার আগে পায়ে সরষের তেল বা নারকেল তেল মেখে নিন। এতে পায়ে ফোস্কা পড়ার সম্ভবনা কমে যায়।

– জুতোর যে জায়গাগুলো পায়ে লাগে, সেখানে ভেসলিন লাগিয়ে রাখুন। এতে জুতোর ওই স্থানগুলো খানিকটা নরম হবে।

– খুব সহজ ঘরোয়া সমাধানের মধ্যে অন্যতম হচ্ছে টুথপেস্টের ব্যবহার। ফোস্কা পড়া স্থানে যতো দ্রুত সম্ভব টুথপেস্ট লাগিয়ে নিন। এতে ফুলে উঠা এবং ফোস্কার ভেতরের পানি খুব সহজেই কমে যাবে এবং এতে জ্বালাপোড়াও কমে আসবে অনেক।

– জুতোর যে জায়গাগুলো পায়ে ঘষা লেগে ফোস্কা পড়ে, সেই জায়গাগুলোতে টেপ দিয়ে স্পঞ্জ লাগিয়ে দিন।

– ফোস্কার জায়গাটিতে দিনে অন্তত তিনবার মধু লাগান। এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

– যাদের ত্বক নরম ও পাতলা তারা নিজের কাছে আগে থেকেই ব্যান্ডেড রেখে দিন। এতে ক্ষত স্থানে বার বার ঘষা লাগবে না।

– সামান্য পানিতে নরম করে আটা গুলে নিয়ে ফোস্কার উপর লাগান। দেখবেন খুব তাড়াতাড়ি ফোস্কার দাগ মিলিয়ে গেছে।

– পায়ের ফোস্কা একদম ফাটিয়ে দেওয়া উচিত নয়। কোনও কারণে গলে গেলে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে ক্ষতস্থান ঢেকে রাখতে হবে।

– ফোস্কা পড়া সমস্যার আরেকটি সহজ সমাধান হচ্ছে ডিওডোরেন্টের ব্যবহার। স্প্রে ডিওডোরেন্ট নয় ডিও রোল অন ধরণের ডিওডরেন্ট ফোস্কার উপরে লাগিয়ে নিলে অনেকটা ইপকার পাওয়া যাবে।

– গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান খুব দ্রুত ফোলা কমাতে এবং জ্বালা বন্ধ করতে সহায়তা করে। যদি হাতের কাছে গ্রিন টি না থাকে তাহলে ব্ল্যাক টি দিয়েও কাজ চালাতে পারেন। এতেও ভালো ফল পাবেন।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
no posts found
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

no posts found
  • লাইফ স্টাইল - এর সব খবর →
  •