Mountain View

বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি

প্রকাশিতঃ নভেম্বর ২৫, ২০১৬ at ২:৩০ অপরাহ্ণ

tv

দেশীয় সংস্কৃতি রক্ষায় বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ নামে একটি সংগঠন।শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

জাগো বাংলাদেশের সভাপতি ফরিদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের মহাসচিব বাহারানে সুলতান বাহার, মোস্তফা, জামাল সিকদার, শামীম, নাসির প্রমুখ।মানববন্ধন তারা বলেন- দেশের প্রতিটি পাড়ায়-মহল্লায়, ঘরে-ঘরে টিভি দর্শকরা দেশীয় চ্যানেলগুলো না দেখে ভারতীয় চ্যানেলের দিকে নজর দিচ্ছে এই বিদেশি চ্যানেলগুলোতে যে সব নাটক, ছবি দেখানো হচ্ছে তাতে আমাদের দেশে সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে।

ফলে ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে আমাদের ঘরে ঘরে কলহের সৃষ্টি হচ্ছে। যা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়।সংগঠনের পক্ষ থেকে তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।