Mountain View

কফি উইথ করণ-এ দীপিকার চমক!

প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০১৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

কফি উইথ করণ-এর সেটে অতিথি হয়ে আসছেন দীপিকা। কিন্তু বলিউডে জোর জল্পনা চলছে দীপিকার সঙ্গে আসছেন তার হলিউড কো-স্টার ভিন ডিজেল। আর এ প্রসঙ্গটি খোলাশা না করে চমক হিসাবে রাখছেন দীপিকা। full_683198366_1480135728

ইতিমধ্যে ভিন এবং দীপিকা সিনেমার বিভিন্ন মূহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিয়েছেন দর্শকদের সম্মুখে। কিছুটা এভাবেই সিনেমার প্রচার শুরু করেছেন তারা।

এবার শোনা যাচ্ছে, সিনেমা প্রচারের জন্যই করণের সঙ্গে আড্ডায় মাতবেন তারা। ভারতে এই সিনেমা জনপ্রিয় করতে কফি উইথ করণের মঞ্চকেই বেছে নিতে চলেছে ‘‌এক্স এক্স এক্স:‌ রিটার্ন অফ জ্যান্ডার কেজ’–এর অভিনেতারা।

আসছে জানুয়ারির ১৯ তারিখ মুক্তি পাবে দীপিকার হলিউড ডেবিউ সিনেমা ‘‌এক্স এক্স এক্স:‌ রিটার্ন অফ জ্যান্ডার কেজ’‌।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।