Mountain View

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড

প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০১৬ at ১১:১০ পূর্বাহ্ণ

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টি সকালে চণ্ডিগড়ের মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে শুরু হয়েছে।full_84053234_1480134906

আজ শনিবার সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক।
ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় টেস্টে মাঠে নেমেছে ইংল্যান্ড।

রাজকোটে প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র হয়। আর ভিশাক্ষাপত্তনমে দ্বিতীয় টেস্টে ভারত জয় পায় ২৪৬ রানের ব্যবধানে। দ্বিতীয় টেস্টটি জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত..

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।