A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / সারাবিশ্ব / আল্লাহর গজব দাবানলের আগুন গ্রাস করছে দখলদার ইসরাইলকে, ফিলিস্তিনি ভূখন্ড ছেড়ে পালাচ্ছে

আল্লাহর গজব দাবানলের আগুন গ্রাস করছে দখলদার ইসরাইলকে, ফিলিস্তিনি ভূখন্ড ছেড়ে পালাচ্ছে

c8d46453046f029e31c9fbbbefac1c8ex600x400x46ইসরাইলের ভয়াবহ দাবানল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতির কাছে ছড়িয়ে পড়েছে। ফলে সেখানকার লোকজন পালাতে শুরু করেছে।

ইসরাইলি পুলিশের এক নারী মুখপাত্র জানান, রামাল্লাহ শহরের কাছে হালামিশ বসতি থেকে শনিবার প্রায় এক হাজার ইহুদি বসতি স্থাপনকারী চলে যেতে বাধ্য হয়েছে। এছাড়া,
আগুনে ৪৫টি বাড়ি ধ্বংস অথবা বড় রকমের ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে। অধিকৃত পশ্চিম তীরের আরো অন্তত তিনটি এলাকার অবৈধ বসতির দিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে এখনো এসব এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া হয়নি।

প্রচণ্ড খরা ও শুষ্ক আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে অধিকৃত ইসরাইলি ভূখণ্ডে দাবানল ছড়িয়ে পড়ে। তবে ইসরাইলের যুদ্ধবাজ ও উগ্র নেতারা ফিলিস্তিনি এবং আরব মুসলমানদেরকে এ দাবানলের জন্য দায়ী করছে।

ইসরাইলের পুলিশ মুখপাত্র জানান, দাবানল ছড়িয়ে দেয়ার সন্দেহে এ পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে। তবে তাদের কারো পরিচয় প্রকাশ করেননি এ পুলিশ মুখপাত্র।

এ সম্পর্কিত আরও

Check Also

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৬

সারাবিশ্ব ডেস্ক,বিডি টোয়েন্টিফোর টাইমসঃ আফগানিস্তানের ঘোর প্রদেশে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।এ …

Leave a Reply