Mountain View

ভাইবার-হোয়াটসঅ্যাপ-ইমো বন্ধ হচ্ছে না: তারানা

প্রকাশিতঃ নভেম্বর ২৭, ২০১৬ at ৮:০৮ অপরাহ্ণ

viber

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, অবৈধ ভিওআইপি বন্ধে জোরদার অভিযান চলছে, চলবে। এ ক্ষেত্রে ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে না।

ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধের বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিটিআরসি’র বক্তব্যের বিষয়ে রোববার (২৭ নভেম্বর) এ কথা বলেন তিনি।

তারানা হালিম বলেন, ‘বন্ধ হতে হবে ইলিগ্যাল ভিওআইপি। এক্ষেত্রে সরকারের অবস্থান হলো জিরো টলারেন্স।’

‘ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। এমন কোনো সিদ্ধান্তও সরকার নেয়নি। কাজেই হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার বন্ধ হবে না, হচ্ছে না, হবার প্রশ্নই আসে না।’

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।