Mountain View

রংপুরে হিটারের আগুনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দগ্ধ

প্রকাশিতঃ নভেম্বর ২৮, ২০১৬ at ৬:১১ অপরাহ্ণ

5b98547f01e724280381343886b06c64x600x400x43রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সোমবার সকাল ১১টার দিকে হিটারের আগুনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইরতিজ দগ্ধ হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ জানান, আগুনে দগ্ধ সাদিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদিয়া ইরতিজের বাড়ি পঞ্চগড়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও হল কর্তৃপক্ষ সূত্র জানায়, হলের গণরুমে থাকেন সাদিয়া। সকালে হিটার বন্ধ করতে গেলে অসাবধানতাবসত তার গায়ের কাপড়ে আগুন ধরে যায়। এ সময় তার চিৎকারে কক্ষের শিক্ষার্থীরা ছুটে এসে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মারুফুল ইসলাম জানান, আগুনে ওই শিক্ষার্থীর পিঠের ৮ শতাংশ ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।