Mountain View

চরভদ্রাসনে সরকারী গাছ কেটে দোকান ঘর নির্মানের পাঁয়তারা

প্রকাশিতঃ নভেম্বর ২৯, ২০১৬ at ৮:২৭ অপরাহ্ণ

full_1265739078_1480388802ফরিদপুর চরভদ্রাসনের সদর ইউনিয়নের জাকেরের সুরা ব্রীজ সংলগ্ন রাস্তার পাঁশের একটি মূল্যবান শিশু গাছ কেটে ঘর তোলার পাঁয়তারা করছে। এমনই অভিযোগ পাওয়া গেছে টিলার চর গ্রামের শাহাজুদ্দিন প্রামানিকের ছেলে শহিদ(৪৫) প্রামানিকের নামে।

সরজমিনে গিয়ে দেখা যায়, এলজিইডির সড়কের পাঁশে দুভাগে বিভক্ত প্রায় ৫/৭ ফুট বেড়ের শিশু গাছের মূল অংশটি কেটে রাস্তার পাঁশে ফেলে রাখা হয়েছে। স্থানীয় দোকনদারদের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার পল্লিবিদ্যুতের কাজের জন্য গাছটির মগ ডালের কিছু অংশ পরিস্কার করে। সেই সুযোগে শহিদ সোমবার সকালে পল্লিবিদ্যুতের লোকদের গাছটির বড় অংশটি কেটে ফেলতে বলে। তারা কাটতে না চাইলে তাদের বলে আমার সরকারী অনুমতি আছে এবং স্থানীয়দের বোঝানোর চেষ্টা করে পল্লি বিদ্যুতের লোকজন কেটে ফেলেছে।
এব্যাপরে পল্লি বিদ্যুতের ফোরম্যান নাজিম বলেন, সরকারী অনুমতি আছে একথা বলে শহিদ আমাদেরকে দিয়ে গাছটি কাটিয়েছে। শহিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে দোকান তৈরী করব এ গাছ সরকারী ভাবে কাটার অনুমতি আছে। আরও কয়েকটি গাছ কাটা হবে বলে তিনি জানান। তার কাছে প্রশাসনিক কোন অনুমতি পত্র আছে কিনা দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।

এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলার বন বিভাগের কর্মকর্তা মো: সেলিমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ কাটার ব্যাপারে কাউকে অনুমতি দেওয়া হয়নি এরুপ কেউ করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

চরভদ্রাসন উপজেলার নির্বাাহী অফিসার(ভারপ্রাপ্ত) পারভেজ চৌধুরী বলেন, গাছ কাটার ব্যাপারে কাউকে কোন অনুমতি দেওয়া হয়নি আমি বিষয়টি খতিয়ে দেখছি।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।