Mountain View

মাত্রাতিরিক্ত ধূমপান করছেন আমির খান

প্রকাশিতঃ নভেম্বর ৩০, ২০১৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

20161130073607

ধূমপান বিষপান জেনেও নিজের স্নায়ুর চাপ কমাতে ধূমপান করে থাকেন বলিউড সুপারস্টার আমির খান। তবে আমিরের এই বদ অভ্যাসে ব্যাপক আপত্তি তার ছোট ছেলে আজাদ খানের।

ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিটি। আর তা নিয়েই কিঞ্চিৎ দুশ্চিন্তায় ভুগছেন বলিউডের এই মি পারফেকশনিস্ট। সেজন্য সম্প্রতি ধূমপানটা একটু মাত্রাতিরিক্তই নাকি করছেন। আর এতে বিরক্তি প্রকাশ করেছেন আমিরের পুত্র।

আমিরের মুখপাত্র জানান, ‘যখনই আমির মুখে সিগারেট তুলে নেন তখনই ছেলে আজাদ তা কেড়ে নিয়ে ফেলে দেয়ার চেষ্টা করেন। তাই ছেলের সামনে ধূমপান করাটাই নাকি মুশকিল হয়ে পড়েছে আমিরের।’

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।