Mountain View

অক্ষয়ের টুইটারে ‘নাম শাবানার’ ফার্স্ট লুক

প্রকাশিতঃ ডিসেম্বর ১, ২০১৬ at ৪:৫৪ অপরাহ্ণ

d203cfeaa7bd37eb2a18984da260b55ex600x400x41-1বিনোদন ডেস্ক: নীরজ পাণ্ডে পরিচালিত ‘বেবি’ মন কেড়েছিল দর্শকের। এবার ‘বেবির’ সিক্যুয়েল ‘নাম শাবানা’ মুক্তির অপেক্ষায় সবাই।

এরইমধ্যে নিজের টুইটার হ্যান্ডেলে ছবিটির ফার্স্ট লুক পোস্ট করেছেন অক্ষয় কুমার। ছবিটিতে অক্ষয়ের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তাপসী পান্নু।

‘নাম শাবানার’ মূল আকর্ষণ তাপসী পান্নু—এমনই ইঙ্গিত দিয়েছেন অক্ষয়। তার টুইট থেকে জানা গেছে ছবিটি মুক্তির দিনও।

টুইটে অক্ষয় লিখেছেন, “তাপসী কত অসামান্য অভিনেত্রী দেখুন ৩১ মার্চ, ২০১৭-এ। এই ফিল্মটা তোমারই ‘বেবি’!”

‘পিঙ্ক’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই ‘নাম শাবানার’ প্রচারণায়ও প্রধান মুখ হয়ে উঠলেন তাপসী। এ প্রত্যাশা কতটা পূরণে হয় তা দেখার অপেক্ষায় অনেকেই।অপেক্ষায় তাপসীও।

বলিউডের অনেকেই বলছেন, ‘নাম শাবানা’-এর সাফল্যের ওপর নির্ভর করছে বি-টাউনে তাপসীর ভবিষ।-দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।