Mountain View

প্রকাশ হলো আসিফ-পপির সাদা আর লাল

প্রকাশিতঃ আগস্ট ২৩, ২০১৭ at ৬:০৪ অপরাহ্ণ

বড় আয়োজনে দীর্ঘদিন পর দেখা মিলল একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে। তার সঙ্গে আছেন জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবর। এই দুই তারকাকে একসঙ্গে পাওয়া গেছে একটি গানে।

গানটি গেয়েছেন আসিফ আকবর, আর সেই গানের মডেল হয়েছেন পপি। ‌‘সাদা আর লাল’ শিরোনামে জমজমাট আয়োজনে এই গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে সম্প্রতি।

চুলের স্টাইল, পোশাকে ভিডিওতে আসিফকে সত্তর দশকের সিনেমার নায়কদের মতো দেখা গেছে। অন্যদিকে, পপিও অনেক উচ্ছ্বল। লাস্যময়ী পপি এখনও রয়েছেন আগের মতোই। তারই ঝলক দেখা গেল এই মিউজিক ভিডিওটি।

এটি নির্মাণ করেছেন হাসান তৌফিক অংকুর। আসিফ ইকবালের ভাবনা ও পরিকল্পনায় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বলে জানান তিনি।

আসিফ আকবর একক ও দ্বৈত গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন। অন্যদিকে, জনপ্রিয় নায়িকা পপিকে দীর্ঘদিন দর্শক নতুন ছবিতে দেখতে পাননি। তাই পপির মিউজিক ভিডিওর মডেল হওয়ার খবরও তার ভক্তদের জন্য নিঃসন্দেহে সুখবর।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।