Mountain View

শেষমেষ অপূর্বর স্ত্রী নাজিয়ার কথাই ঠিক হলো!

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৮, ২০১৭ at ৮:১৮ পূর্বাহ্ণ

২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেই থেকে তাদের সংসার শুরু। এরপর ২০১৪ সালের ২৭ জুন অপূর্বের জন্মদিনেই তার স্ত্রী নাজিয়া এক পুত্র সন্তানের জন্ম দেন।

তার নাম রাখা হয় আয়েশ। পুত্র আয়েশ পৃথিবীতে আসার পর থেকেই বদলে যেতে থাকে তাদের সংসার। মানে সুখে পরিণত হয় এই দম্পতি। বর্তমানে সেই সন্তানের বয়স এখন তিন বছরে পা রেখেছে। হয়েছে স্কুলেও ভর্তি।

তবে মূলকথা হচ্ছে অপূর্ব ও মেহজাবিন অভিনীত গেল ঈদের বিশেষ নাটক ‘বড় ছেলে’ বেশ আলোচিত হয় সারা বাংলাদেশে। বিশেষ করে অনলাইনের দুনিয়াতে। সেই সূত্র ধরে অপূর্বের স্ত্রীও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে।

‘বড় ছেলে’ নাটকের বেশ কয়েকটি দৃশ্যের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আমার ‘নিউজ ফিড’ ভর্তি শুধু আপনি আর আপনি। গর্বে আমার বুক ভরে যায়। আরো অনেক অনেক ভালোবাসা জিতুন।’

তার দেয়া সেই স্ট্যাটাসের সূত্র ধরে সংবাদ মাধ্যম যোগাযোগ করে অপূর্বের স্ত্রী নাজিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘‘বড় ছেলে’ আমি ঈদের সময়ই টেলিভিশনে দেখেছি। আর ইউটিউবেও দেখেছি। সত্যি কথা বলতে অপূর্ব গুণী একজন অভিনেতা। কিন্তু এই নাটকটির গল্প শুনে আমি আগেই বলেছিলাম এটা এবারের ঈদে হিট হবে। আর এ নিয়ে আমাদের মধ্যে বেশ তর্কও হয়েছিল।

শেষমেষ আমার কথাই ঠিক হলো। তাই আমার স্বামীর অভিনীত নাটক দেখে যখন তার অজস্র ভক্ত ভালোবাসা জানাচ্ছে তখন দেখি আমার টাইম লাইনও ভরে যাচ্ছে তার ভক্তদের ভালোবাসায়।’

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।