Mountain View

মানিকগঞ্জে দুই বাসে মুখ মুখি সংঘর্ষ নিহত ১

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০১৭ at ৫:৩৯ অপরাহ্ণ

এম আজাদ হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের তরা এলাকায় আজ সকাল সারে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন স্থানে দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৩০ ।

এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে পুলিশ জানান-সাতক্ষিরার শ্যামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এইচআর পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী রয়েল এক্সপ্রেসএর একটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে নারী পুরুষ সহ আহত হয় কমপক্ষে ৩০জন।

এদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত (৪৫)পরিচয়ের ১ মহিলা নিহত হয়।গুরুতর আহত হয় আরো ১৫জন। এদের মধ্যে আশংকাজনক অবস্হায় ৩জনকে জেলা সদর ও ১জনকে ঢাকায় পাঠানো হয়েছে। আটজনকে মুন্নু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।