Mountain View

সানি লিওন যখন ফুটবলার

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০১৭ at ৫:১১ অপরাহ্ণ

ভারতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট প্রিমিয়ার ফুটসাল লিগের দ্বিতীয় সেশনে মাঠে দেখা মিলল বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনের।

টুর্নামেন্টের দল কেরালা কোবরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সঙ্গে দলটির অন্যতম মালিকও তিনি। তাই দলকে উজ্জবিত করতে শুধু গ্যালারিতে নয় খেলা শুরুর আগে কিছুক্ষণ ফুটবল খেলেছেন নিজেও।

ফুটসালের এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরুর কোরমঙ্গল ইন্দোর স্টেডিয়ামে। সেখানেই স্বামীকে নিয়ে হয়েছিলেন সানি লিওন। ম্যাচ শুরুর আগে তিনি নিজেও খানিকক্ষণ ফুটবল খেলেছেন। এমনকি ফুটবলে সানির শট করার একটি মুহূর্তের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফুটসালের এই আসরে রোনালদিনহো, ডেকো ছাড়াও খেলছেন পল স্কোলস, মিশেল সালঅগাডোর মত তারকারা।

এ সম্পর্কিত আরও

Mountain View