Mountain View

অনুশীলনে ফিরলেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম-সৌম্য

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০১৭ at ৮:৩১ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে অনুশীলনে ফিরলেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন মাংশপেশীতে চোট পান তামিম।

ম্যাচের তৃতীয় ও শেষদিন ফিল্ডিং করতে গিয়ে ঘাড়ের ইনজুরিতে পড়েন সৌম্য। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কেউই মাঠে নামতে পারেননি। তামিম-সৌম্যর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের আগে অনুশীলনে ফিরলেন তামিম ও সৌম্য। অবশ্য তামিম-সৌম্যকে নিয়ে আশার বাণী আগেই শুনিয়েছিলেন বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন।
তিনি বলেছিলেন, ‘তামিমের মাংশপেশীতে এবং সৌম্যর ঘাড়ে ইনজুরি রয়েছে। তবে প্রথম টেস্টের আগে এরা দু’জনই সুস্থ হয়ে উঠবেন এবং তারা খেলবেন। ’

অবশেষে সব শংকা কাটিয়ে বাংলাদেশ দলের অনুশীলনে দেখা গেছে তামিম-সৌম্যকে। তামিম নেটে অনুশীলন না করলেও সৌম্য ব্যাটিং করেছেন।

তবে বেশ সতর্কতার সাথেই অনুশীলন করেন। আগামীকাল তামিম-সৌম্যর ফিটনেস নেয়া হবে। এরপরই নিশ্চিত হওয়া যাবে, সিরিজের প্রথম টেস্টে তাদের অংশগ্রহণ নিয়ে।

পচেফস্ট্রমে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট।

এ সম্পর্কিত আরও