Mountain View

টেস্টে দ্রুততম দশটি সেঞ্চুরীর ইনিংস

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০১৭ at ৯:৫৭ অপরাহ্ণ

জুবায়ের আহমেদ: টেস্ট ক্রিকেট হলো ধৈর্য্যরে খেলা। পাঁচ দিন খেলা হয় বলে ওভার প্রতি ৪ রানই যথেষ্ট, সে হিসেবে একজন ব্যাটসম্যান একশত বল মোকাবেলা করে ৬০ রান করতে পারলেই সেটা ভালো ব্যাটিং হিসেবে গন্য হয়।

কখনো কখনো কেউ কেউ একশত বল মোকাবেলা করে ৪০/৫০ রান করেন, কেউ কেউ আবার ৫০ বল মোকাবেলা করে ৮০/৯০ রানও করে ফেলেন। প্রায় সময়েই এমন হয়। টেস্টের মেজাজ থেকে বেরিয়ে এসে টি২০ স্টাইলেও ব্যাট করেছেন অনেক ব্যাটসম্যান।

ওয়ানডে ও টি২০ এর মতো টেস্টেও আছে বেশ কিছু ড্যাসিং ইনিংস, টেস্টে যারা দ্রুততম সেঞ্চুরী করেছেন, তাদের নিয়েই এই লেখা।

১। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককলাম ২০১৫/১৬ সেশনে অস্ট্রেলিয়ার সাথে মাত্র ৫৪ বলে সেঞ্চুরী পূর্ণ করেন।

২। ওয়েস্ট ইন্ডিসের সাবেক ব্যাটসম্যান ভিভ রিচার্ডস ১৯৮৫/৮৬ সেশনে ইংল্যান্ডের সাথে মাত্র ৫৬ বলে সেঞ্চুরী পূর্ণ করেন।

৩। পাকিস্তানের ব্যাটসম্যান মিসবাহ উল হক ২০১৪/১৫ সেশনে অস্ট্রেলিয়ার সাথে মাত্র ৫৬ বলে সেঞ্চুরী পূর্ণ করেন।

৪। অজি ব্যাটসম্যান এ্যাডাম গিলক্রিস্ট ২০০৬/০৭ সেশনে ইংল্যান্ডের সাথে মাত্র ৫৭ বলে সেঞ্চুরী পূর্ণ করেন।

৫। অজি ব্যাটসম্যান জ্যাক গ্রেগোরি ১৯২১/২২ সেশনে আফ্রিকার সাথে মাত্র ৬৭ বলে সেঞ্চুরী পূর্ণ করেন।

৬। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিব চন্দরপল ২০০২/০৩ সেশনে অজিদের সাথে মাত্র ৬৯ বলে সেঞ্চুরী পূর্ণ করেন।

৭। অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ২০১১/১২ সেশনে ভারতের সাথে মাত্র ৬৯ বলে সেঞ্চুরী পূর্ণ করেন।

৮। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল ২০০৯/১০ সেশনে অজিদের সাথে মাত্র ৭০ বলে সেঞ্চুরী পূর্ণ করেন।

৯। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ফ্রেডারিকস ১৯৭৫/৭৬ সেশনে অজিদের সাথে মাত্র ৭১ বলে সেঞ্চুরী পূর্ণ করেন।

১০। পাকিস্তানের ব্যাটসম্যান মাজিদ খান ১৯৭৬/৭৭ সেশনে নিউজিল্যান্ডের সাথে মাত্র ৭৪ বলে সেঞ্চুরী পূর্ণ করেন।

এছাড়াও কপিল দেব ৭৪, আজাহার উদ্দিন ৭৪, ম্যাককলাম ৭৪, ডি ভিলিয়ার্স ৭৫, জেশপ ৭৬, ব্রায়ার্ন লারা ৭৭ ও আফ্রিদি ৭৮ বলে দুইবার সেঞ্চুরী পূর্ণ করেন।

সময়ের হিসেবে দ্রুততম সেঞ্চুরী করেন অজি ব্যাটসম্যান জ্যাক গ্রেগোরি ১৯২১/২২ সেশনে আফ্রিকার সাথে মাত্র ৭০ মিনিটে সেঞ্চুরী পূর্ণ করেন তিনি। তারপর পাকিস্তানের ব্যাটসম্যান মিসবাহ উল হক ২০১৪/১৫ সেশনে অস্ট্রেলিয়ার সাথে মাত্র ৭৪ মিনিটে সেঞ্চুরী পূর্ণ করেন। বলের হিসেবে এক নাম্বারে থাকা ম্যাককলাম ৭৮ মিনিটে সেঞ্চুরী করে সময়ের হিসেবে ৪র্থ স্থানে আছেন।

বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরী করেন তামিম ইকবাল। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের সাথে মাত্র ৯৪ বলে সেঞ্চুরী পূর্ণ করেন তামিম ইকবাল, যা বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম সেঞ্চুরী।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।