Mountain View

যে কারনে রিক্সায় করে ঘুরে বেড়ান এভ্রিল

প্রকাশিতঃ অক্টোবর ১১, ২০১৭ at ১:৫১ পূর্বাহ্ণ

জান্নাতুল নাঈম এভ্রিল এখন আলোচিত একটি নাম।  মিস ওয়ার্ল্ডে নাম লিখিয়েও তিনি রাখতে পারেননি তার মুকুটটি।  শুধু তার একটি ভুলের জন্য।  আর সেই ভুলের পরেই রিক্সা করে ঘুরে বেড়াতে দেখা যায় এভ্রিলকে।

এই ব্যাপারে জানতে চাওয়া হলে এভ্রিল বলেন ,”আমি আসলে চাই না অর্থ অপচয় করতে।  রিকশার পরিবর্তে যদি আমি গাড়ি বা বাইক ব্যবহার করতাম অনেক বেশি অর্থ ব্যয় হতো।  আর রিকশায় ভ্রমণের জন্য যে অর্থ সাশ্রয় হচ্ছে সেগুলোও আমি নারী ও শিশুদের কল্যাণে ব্যয় করবো। ‘

এ সম্পর্কিত আরও