Mountain View

জাতীয় লীগে তাণ্ডব চালানোর পর এবার বিপিএলে দল পেলেন শামসুর রহমান

প্রকাশিতঃ অক্টোবর ১৭, ২০১৭ at ৬:৫৯ অপরাহ্ণ

বিপিএল নিয়ে খুব চিন্তিত ছিলেন তিনি। দল পান নাই। আর অবশেষ সেই প্রতীক্ষার অবসান। ফিরলেন সেই আগের দলেই। বিপিএলে রংপুরের হয়ে মাঠে নামছেন শামসুর রহমান। আর শামসুর রহমান জানান তার অনূভুতির কথা।

শামসুর বলেন , ‘আলহামদুলিল্লাহ। দল পেয়ে ভালো লাগছে। সুযোগ পেলে সেটা কাজে লাগাতে চাই।

রংপুরের আস্থার প্রতিদান দিতে চাই। ‘
শামসুর আরো বলেন ,’ আসলে প্রথমে অনেক খারাপ লেগেছিল মনে হচ্ছিল বিপিএল খেলতে পারব না। যখন শুনলাম রংপুরের হয়ে খেলতে পারবো তখন ভালো লাগ্লো। এবার তাদের হয়ে কিছু করতে চাই। ‘

উল্লেখ, বিপিএল নিয়ে খুব চিন্তিত ছিলেন তিনি। দল পান নাই। আর অবশেষ সেই প্রতীক্ষার অবসান। ফিরলেন সেই আগের দলেই। বিপিএলে রংপুরের হয়ে মাঠে নামছেন শামসুর রহমান। আর শামসুর রহমান জানান তার অনূভুতির কথা।
শামসুর বলেন , ‘আলহামদুলিল্লাহ। দল পেয়ে ভালো লাগছে। সুযোগ পেলে সেটা কাজে লাগাতে চাই।

রংপুরের আস্থার প্রতিদান দিতে চাই। ‘
শামসুর আরো বলেন ,’ আসলে প্রথমে অনেক খারাপ লেগেছিল মনে হচ্ছিল বিপিএল খেলতে পারব না। যখন শুনলাম রংপুরের হয়ে খেলতে পারবো তখন ভালো লাগ্লো। এবার তাদের হয়ে কিছু করতে চাই। ‘

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।