Mountain View

বলিউডের কোন তারকার কিসে ভয়!

প্রকাশিতঃ অক্টোবর ১৭, ২০১৭ at ৫:০৬ অপরাহ্ণ

কমবেশি সবারই কিছু বিষয়ে ভয় কাজ করে। এই যেমন কারও তেলাপোকায়, কারও সাপে। বলিউড তারকারাও এর বাইরে নন। চলুন জেনে নেই বলিউডের কোন তারকার কিসে ভয়।

১. বলিউড বাদশাহ শাহরুখ খানকে কখনো কখনো পর্দায় ঘোড়ায় চড়তে দেখলেও। ঘোড়া তাঁর বেজায় ভয়। তাই কিং খান শ্যুটিংয়ে যতটা সম্ভব ঘোড়ার দৃশ্য এড়িয়ে যান।

২. অজয় দেবগন নাকি বলে হাতে করে খাবার খেতেই পারেন না। তিনি পরিচ্ছন্নতাকে ভগবানের মতো পুজো করেন। অজয় নাকি কাঁটা চামচে করে রুটি কেটে খান।

৩. অভিষেক বচ্চনের ফল খেতে নাকি মোটেই ভাল লাগে না। তিনি ফল দেখলেই পালান।

৪. রণবীর কপূর মাকড়সায় এবং আরসোলায় ভয়ে কাত।

৫. অর্জুন কাপুর সিলিং ফ্যানে বেজায় ভয় পান।

৬. বিদ্যা বালন বিড়ালে ভয় পান। বিড়াল দেখলেই তিনি চঞ্চল, অস্থির হয়ে ওঠেন।

৭. সাপে ভয় দীপিকা পাড়ুকোনের।

৮. শাহরুখ খানেরই মতোই প্রিয়াঙ্কা চোপড়ারও ভয় ঘোড়াতে। তিনি সেই আতঙ্ক বর্তমানে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।

৯. অন্ধকারকে ভয় পান আলিয়া ভাট। অন্ধকারের ভয়ে সর্বত্র জানালা খুলে, ডিম লাইট জ্বালিয়ে রাতে ঘুমাতে যান তিনি।

১০. বিপাশা বসু যার নামের পাশে বলিউডের অনেক হরর মুভির নাম জড়িয়ে আছে। তিনি নিজে অভিনয় করেছেন সেই মুভিগুলোতে, বিপাশা মাঝে মধ্যেই তার নিজের হাসির আওয়াজে আতঙ্কিত হন।

১১. লিফটে উঠতে ভয় পান সোনাম কাপুর। তাই যত উঁচুতেই উঠতে হোক না কেন, সোনাম সিঁড়ি দিয়েই ওপরে ওঠেন।

১২. টমেটোয় ভয় পান ক্যাটরিনা কাইফ। সেই ভয় কয়েকগুন বেড়েছে জিন্দেগি না মিলেগি দোবারা শ্যুটের পর।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।