Mountain View

সাইফকে প্রথম দেখায় কি বলেছিলেন কারিনা!

প্রকাশিতঃ অক্টোবর ২০, ২০১৭ at ৩:৫৯ অপরাহ্ণ

পতৌদির নবাব সাইফ আলী খান ও কারিনা কাপুর খান দুজনেই বলিউডের সফল তারকা। প্রেম করে বিয়ে করেছেন এ তারকা দম্পতি। দাম্পত্যজীবনের পাঁচ বছর পূর্ণ হয়েছে গেল ১৬ অক্টোবর।

২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে করেন এই জুটি। তাদের ঘরে তৈমুর আলী খান নামে এক পুত্র সন্তানও আছে। কিন্তু তাদের প্রেম কাহিনীর শুরুটাও ছিল সিনেমাটিক। আর শুরুটা হয়েছিল কারিনার পক্ষ থেকে।

তাদের প্রেমকাহিনীর শুরু ‘তশন’ ছবির সেটে। সেখানেই সাইফকে দেখে মুগ্ধ হয়েছিলেন কারিনা। সাইফকে দেখে কারিনার প্রথম মন্তব্য ছিল, ‘ওহ মাই গড, কী হট!’ শুটিং সেটে কারিনা তার এক বন্ধুকে নাকি এ কথা বলেছিলেন। এরপর তাদের প্রেমকাহিনী তো অনেকেই জানেন। চুটিয়ে প্রেম করেছেন। পরবর্তীতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

তবে প্রেমের প্রস্তাব নাকি কারিনার দিক থেকেই আগে দেয়া হয়েছিল। সাধারণত ছেলেরা আগে প্রেমের প্রস্তাব দিলেও সাইফকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কারিনা।

এ সম্পর্কিত আরও

Mountain View