Mountain View

আফগানিস্তানে মিলিটারি বাসে হামলা: নিহত ১৫

প্রকাশিতঃ অক্টোবর ২১, ২০১৭ at ৭:৫৫ অপরাহ্ণ

আফগানিস্তানের কাবুলে মিলিটারি একাডেমিতে আত্মঘাতী হামলায় অন্তত ১৫ ক্যাডেট নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরো আরো ৪ জন আহত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

হামলার বিষয়ে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় মিলিটারি একাডেমি থেকে সেনাবাহিনী ক্যাডেটদের বহনকারী মিনিবাস বের হলে সেটিতে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ১৫ জন শহীদ হয়েছে, আহত হয়েছে আরো ৪ জন।

এর আগে শুক্রবার দুটি মসজিদে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। শুক্রবার (২০ অক্টোবর) রাজধানী কাবুল এবং ঘোর প্রদেশে আত্মঘাতী এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও

Mountain View