Mountain View

এবার যে দলের হয়ে ফুটবলে খেলতে পারেন বোল্ট

প্রকাশিতঃ অক্টোবর ২১, ২০১৭ at ৬:০৫ অপরাহ্ণ

মূলত একজন অ্যাটলেটিক হিসেবেব সবাই চিনে বোল্টকে।  বিশ্বের সবচেয়ে দ্রুততম মানবও তিনি।  আর সেই বোল্টের ফুটবল খেলার শখ অনেকদিন থেকেই।  অ্যাটলেটিক ছেড়ে এবার সেই বোল্ট খুব শীঘ্রই একজন ফুটবলার হিসেবে নিজের নাম লেখাতে যাচ্ছেন।

২০১৮ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন উসাইন বোল্ট।  অবসরে যাওয়া আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এই তারকা স্প্রিন্টার এর আগে পেশাদার ফুটবলে ক্যারিয়ার গড়ার ইঙ্গিত দিয়েছিলেন।

ইতিমধ্যে কয়েকটি ক্লাবের সাথে নাকি যোগাযোগও করেছেন তিনি।  তার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে পছন্দের ক্লাব বোল্টের।  সেই ক্লাবের হয়েই মাঠ মাতাতে চান ৩১ বছর বয়সী এই তারকা।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।