Mountain View

বিপিএলে নতুন ইতিহাস সৃষ্টি করল তাইজুল ও আবুল হাসান

প্রকাশিতঃ নভেম্বর ১১, ২০১৭ at ৭:৪৬ অপরাহ্ণ

বিপিএলের সিলেট পর্ব শেষ করে আজ শনিবার ঢাকায় ফিরেছে এবারের বিপিএল। আর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়ানামাইটসের মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স।

টস জিতে সিলেট সিক্সার্সকে ব্যাটিয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকার বোলারদের বোলিং তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সিলেট সিক্সার্স।

সিলেটের ওপেনার গুলাথিলাকা(১৫), থারাঙ্গা(১), সাব্বির রহমান(১) এবং হোয়াইটলি(৬), নাসির(১০), নুরুল হাসান(৮), ব্রেসনান(২), সিলভা(৮), শরীফ(০) রান করে সাঝঘরে ফেরেন। অন্যদিকে ব্যক্তিগত ৩০ রানে আবুল হাসান এবং ১৬ রানে তাইজুল ইসলাম অপ্রাজিত ছিলেন।

যার ফলে ৯ উইকেট হারিয়ে ১০১ রানেই শেষ হয় সিলেট সিক্সার্সের ইনিংস। ঢাকা ডাইনামাইটসের সামনে ১০২ রানের সহজ লক্ষ্য।আবুল হাসান রাজু ও তাইজুল ইসলামের ব্যাটে শেষ উইকেটে যে রান করেছেন তা আগে বিপিএলে এত রান কেউ করতে পারেন নি

 

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।