Mountain View

মুভিতে এবার শ্রীদেবীকন্যা

প্রকাশিতঃ নভেম্বর ১৬, ২০১৭ at ১১:২৯ অপরাহ্ণ

অনেকসিন ধরেই আর সব বলিউড তারকার ছেলেমেয়ের মতন শ্রীদেবীর বড় মেয়ের মুভিজগতে পা রাখার কথা ভেসে বেড়াচ্ছিলো। কিন্তু সেটা ঠিক কবে ও কার হাত ধরে, সেটাই নিশ্চিত ছিল না। পরে জানভির মা-বাবা অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের সিদ্ধান্তে করণ জোহরের ওপরেই জানভিকে বলিউডে আনার ভার পড়ল। তবে, দিন কয়েক আগে আবার খবর এল, মেয়ের অভিষেকে দেরি হচ্ছে বলে শ্রীদেবী নাকি করণের ওপর রাগ করেছেন। শ্রীদেবীর রাগ ভাঙাতেই বুঝি করণ জোহর গতকাল বুধবার টুইটারে একেবারে জানভির প্রথম সিনেমার পোস্টারসহ হাজির হলেন। ছবির নাম ‘ধাড়াক’। আর নায়ক হচ্ছেন নবাগত ঈশান খাট্টার। তিনি অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই।

পাঁচ বছর আগে করণের হাত ধরেই বলিউডে নাম লিখিয়েছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ কাপুর ও বরুণ ধাওয়ান। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে যাত্রা শুরুর পর থেকে বলিউডে পুরোদমে কাজ করে চলেছেন এই তিন তারকা। কম সময়ে তাঁরা সফলতাও পেয়েছেন প্রচুর। জানভি আর ঈশানও কি তাঁদের মতো সফল হতে পারবেন? সেটা সময়ই বলে দেবে। কিন্তু প্রযোজক হিসেবে করণ যে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না তা স্পষ্ট। মারাঠি ব্লকবাস্টার ছবি ‘সাইরাত’-এর অফিশিয়াল রিমেক ‘ধাড়াক’। পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। ডিসেম্বরে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। মুক্তি পাবে আগামী বছর ৬ জুলাই।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।