Mountain View

টাইগারদের কোচ হিসেবে বিসিবির পছন্দের শীর্ষে যিনি!

প্রকাশিতঃ নভেম্বর ২০, ২০১৭ at ৪:৪২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: আজ ঘোষণা হতে পারে জাতীয় ক্রিকেট দলের নতুন কোচের নাম। যেখানে পছন্দের শীর্ষে আছেন জিম্বাবুয়ের সাবেক উইকেট কীপার ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ার।

১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর জিম্বাবুয়ের জার্সিতে ৬৩টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে খেলেছেন ফ্লাওয়ার। খোলেয়াড়ি জীবনে অবসরের পর ২০০৭ সালে নিয়োগ পান ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে।

২০০৯ সালে পিটার মুরেজের অপসারণের পর তিনি দলের অভ্যন্তরীণ দল পরিচালকের দায়িত্ব পান। ফ্লাওয়ারের অধীনে অ্যাশেজ সিরিজ জয়ের সঙ্গে টেস্ট র‍্যাংকিংয়েও শীর্ষে উঠেছিলো থ্রি লায়ন্স’রা। ২০১২ সালে ইংল্যান্ডে দলের ওডিআই ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেন ফ্লাওয়ার। ২০১৪ সাল থেকে তিনি।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।