Mountain View

আজ অ্যাশেজে ঘটলো মজার ঘটনা,খেলার মাঠেই প্রেমিকাকে প্রপোজ

প্রকাশিতঃ নভেম্বর ২৪, ২০১৭ at ৬:৩১ অপরাহ্ণ

ফুটবল ও অন্যান্য খেলার ইভেন্ট এ প্রায় সচরাচর মাঠে লাইভ প্রপোজ দেখা গেলেও ক্রিকেট এ খুব কমই দেখা যায় এমন।

তবে আজ এশেজ এ দেখা গেল এমনই এক ঘটনা। ব্রিসবেন ২য় সেশন এর খেলা শুরুর সময় এক প্রেমিক তার প্রেমিকাকে প্রপোজ করে বসেন। ঘটনাটি ঘটে পুল ডেক এর সামনে। এইসময় পুরো মাঠের দর্শকেরা তালি দিয়ে তার এই প্রপোজালকে স্বাগত জানায়। খুশির খবর মেয়েটি প্রপোজাল গ্রহণ ও করে। পুরো স্টেডিয়াম এ সবার সামনেই চুমু খেয়ে তার মত জানায় মেয়েটি।

দর্শকেরাও স্বাক্ষী হয়ে থাকলো এশেজ মাঠে এক সুন্দর প্রপোজাল এর

এ সম্পর্কিত আরও